বয়স তাঁর আশির ওপরে। কানে শোনেন না। কথা বলতে পারেন না। এমনকি কারও সাহায্য ছাড়া হাঁটতেও পারেন না। এই শ্রবণ ও বাক্প্রতিবন্ধী মো. শফিক গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় রাজধানীর বাড্ডার সাতারকুলে টিসিবির ট্রাক থেকে পণ্য কিনলেন লাঠিতে ভর দিয়ে এসে।
সাতারকুলের পুকুরপাড় এলাকার বাসিন্দা শফিকের স্ত্রী গত হয়েছেন। তাঁর আশ্রয় এখন বড় মেয়ের বাসায়। বড় মেয়ের শিশুসন্তান থাকায় তিনি বেরোতে পারেননি। বাধ্য হয়ে প্রতিবেশী ফিরোজা বেগমের সহায়তায় বাবাকে পাঠিয়েছেন টিসিবির পণ্য কিনতে। ফিরোজা প্রথম আলোকে বলেন, ‘রমজান আসছে। জিনিসপত্রের দাম বেশি। সাশ্রয়ী মূল্যে কিছু পণ্য পেলে উপকার হয়। শফিক সাহেবের মেয়ের কথায় তাঁকে নিয়ে এসেছি।’