মেডিকেল ভর্তি পরীক্ষায় কেন্দ্রে প্রবেশে সতর্কতা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ এপ্রিল ২০২২, ০৯:৫৭

মেডিকেল ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও নকলরোধে কেন্দ্রে প্রবেশে সতর্কতা গ্রহণ করেছে কেন্দ্রগুলো। মোবাইল, ঘড়ি কিংবা কোনো ডিজিটাল ডিভাইস আছে কি না পর্যবেক্ষণ করেই কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে ভর্তিচ্ছুদের। গেটে আনসার ও নারী পুলিশ সদস্যরা ছাত্রছাত্রীদের তল্লাশি করেই হলে ঢুকতে দিচ্ছেন।


শুক্রবার (১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে দেখা যায় এই ছিত্র। সরেজমিনে দেখা যায়, যারা মোবাইলফোন, ঘড়ি কিংবা ক্যালকুলেটর নিয়ে এসেছেন তাদের কেন্দ্রে ঢোকার আগে তা অবিভাবক কিংবা হলের বাইরে রেখে যেতে নির্দেশনা দেওয়া হয়। অনেক শিক্ষার্থীকে দেখা যায় অবিভাবক না থাকায় কেন্দ্রের গেটের বাইরেই রেখে যাচ্ছে তাদের অতিরিক্ত জিনিসপত্র।


মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে এ বছর রেকর্ডসংখ্যক ভর্তিচ্ছু অংশ নিচ্ছেন। এ বছর মোট এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন পরীক্ষায় অংশ নেবেন। সারাদেশে সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন ৩৩ জনেরও বেশি পরীক্ষার্থী। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us