দেশের শতকরা ৫২ জন মানুষ মনে করেন, মেয়েদের গণমাধ্যম ও চলচ্চিত্রে কাজ করা, পুরুষের সঙ্গে দূরে কোথাও ভ্রমণ বা কাজে যাওয়া ঠিক নয়। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, এমন ধারণা পোষণকারীদের শতকরা ২১ জন নারী ও ৩১ জন পুরুষ। আর উত্তরদাতাদের মধ্যে তরুণের সংখ্যা বেশি।
শুধু তাই নয়, শতকরা ৮১ জন মনে করেন, খোলামেলা পোশাক পরা, স্বাধীনভাবে চলাফেরা ও মেলামেশা করা মেয়েদের নানাভাবে হেয় করা হয় কিংবা তাদের প্রতি অপমানজনক আচরণ করা হয়। এমন ধারণা পোষণকারীর মধ্যে শতকরা ৩৯ জন নারী এবং ৪২ জন পুরুষ।