আফগানিস্তানের মানুষ বেঁচে থাকার প্রয়োজনে শিশু ও তরুণীদের বিক্রি করে দিচ্ছেন বলে এক খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
আজ বৃহস্পতিবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফারাহানাজ নামের এক নারী নিজের পরিচয় লুকাতে একাধিকবার নিজের নাম পরিবর্তন করেছেন। তিনি গত ২৪ ঘণ্টায় মাত্র একবার খাবার খেতে পেরেছেন। উত্তর আফগানিস্তানের ২৪ বছর বয়সী প্রাক্তন এই রেডিও উপস্থাপক আল-জাজিরাকে বলেছেন, ‘আমরা বড় মানুষ। আমরা না হয় অভুক্ত থাকতে পারি, কিন্তু বাচ্চারা যখন খাবারের কথা জিজ্ঞেস করে, তখন কী বলব বুঝতে পারি না।’