জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের ৩৭ ঘণ্টা পর ঝিনাই নদী থেকে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে।
নিহতেরা হলেন, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বয়সিং গ্রামের মৃত জালেক মণ্ডলের ছেলে আব্দুল আজিজ (৪৮) ও তাঁর মেয়ে জান্নাত (৪)।