কুষ্টিয়ায় ইট-বালু দিয়ে একটি স্কুলমাঠ দখল করে রাখার প্রতিবাদ করায় প্রধান শিক্ষকের ওপর হামলা চালিয়ে প্রাণনাশে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক কাউন্সিলরের বিরুদ্ধে।
কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল রানা আশার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ওই ওয়ার্ডের লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
প্রধান শিক্ষক বলেন, কাউন্সিলর সোহেল রানা আশা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠে ইট-বালু-খোয়া-পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী রাখছেন। এতে শিক্ষার্থীরা স্বস্তিতে চলাফেরা করতে পারছে না; খেলাধুলা করতে পারছে না।