বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৯ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ শীর্ষক কনসার্টের আয়োজক করা হয়েছিলো। যেখানে পারফর্ম করেছিলেন প্রখ্যাত সংগীত তারকা এ আর রহমান।
এ আর রহমানের পারফর্ম নিয়ে শ্রোতা ও দর্শকরা খুশি হলেও, নারাজ হয়েছে অনেকেই। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দেশের শিল্পীদের রেখে কেনো অন্য দেশের শিল্পীদের আনতে হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। প্রকাশ করেছে ক্ষোভও। আর সেই দলেরই একজন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।