বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এবং অভাবনীয় কোটিপতি

আজকের পত্রিকা স্বপ্না রেজা প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ১৫:৩০

মার্চ মাস বাংলাদেশের ইতিহাস ও জনগণের জন্য অতিগুরুত্বপূর্ণ এবং অর্থবহ একটি মাস। বাংলাদেশের স্বাধীনতা অর্জন ২৬ মার্চ এবং স্বাধীনতার অবিসংবাদিত মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাকের যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেটাও সাতই মার্চ। সুতরাং মার্চ মাস হয়ে ওঠে রাষ্ট্রীয় ও জাতীয়ভাবে বিভিন্ন আয়োজন ও উৎসবমুখর।


সংগত কারণেই এর পূর্বপ্রস্তুতি চলে। লাল-সবুজে আবৃত থাকে এসব আয়োজন, অনুষ্ঠান। শ্রদ্ধা জানানো হয় ফুলে ও বক্তৃতায় মহান নেতার প্রতি। শ্রদ্ধা জানানো হয় স্বাধীনতা অর্জনে অংশগ্রহণকারী সব মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি। সাভারের স্মৃতিসৌধ ফুল ও শ্রদ্ধাঞ্জলিতে ভরে ওঠে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মহান নেতার জন্মশতবার্ষিকীর পর অনুষ্ঠান ও উৎসব আয়োজন সংগত কারণে বৃদ্ধি পায়। এ ছাড়া, বছরের পর বছর মার্চ মাস লাল-সবুজ পোশাকনির্ভর হয়ে থাকছে তাৎপর্য উপলব্ধির চেয়েও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us