বাংলার ধুলোবালিতে রত্ন। এই সত্যটি প্রমাণিত হয়েছে অনেক বছর আগে। তবে কথাগুলো কোনো প্রত্নতাত্ত্বিকের নয়, অতিসাধারণ যুদ্ধলিপ্সু শাসকদের। তাই লুটপাট শুরু হতো এখান থেকে। আলিবর্দী খাঁর সময় মহারাষ্ট্রের বর্গিরা বাংলায় অসংখ্যবার হানা দিয়েছে। লুটপাট করে চলে গিয়ে আবার হানা দিয়েছে। এই নিষ্ঠুর হামলা থেকে রক্ষা করেই আলিবর্দী খাঁ একজন আদর্শ শাসক হিসেবে মর্যাদা পান। তারও আগে রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করতে হয়েছে ওই লুটেরাদের হাত থেকে বাংলাকে রক্ষা করার জন্য। এর আগে আকবরের সময় একবার মাত্র বার ভূঁইয়াদের স্বাধীনতাসংগ্রাম হয়েছিল।
ধূলিঝড়, ধুলোবালিতে আমরা যথেষ্ট আক্রান্ত। তাই এর মধ্যে রত্ন লুকিয়ে আছে, বিষয়টি বুঝতে পারিনি। যথেষ্ট বোকা বলেই বুঝতে পারিনি। কারণ, পত্রপত্রিকায় কয়েক বছর ধরেই এই রত্নের কথা লেখা হচ্ছে। এই রত্নকে নিয়ে কত মারামারি, চর দখল, প্রশাসন, রাজনীতিক, সবার সংবাদ নিয়মিত ছাপা হচ্ছে। এই নিয়ে আবার রাজনীতিতে বড় বড় তৎপরতার খবরও নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।