সুচিত্রা সেন আমাদের গর্ব: মৌসুমী

ঢাকা টাইমস প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ১২:২৮

বাংলাদেশের পাবনায় জন্ম নেওয়া মহানায়িকা সুচিত্রা সেন আমাদের গর্ব বলে মন্তব্য করেছেন ‘প্রিয়দর্শিনী’ খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। বুধবার সূচিত্রা সেনের জন্মদিন উপলক্ষে তার নামকরণে দুই দিনব্যাপী ফিল্ম ফেস্টিভালের উদ্বোধন শেষে এই কথা বলেন মৌসুমী।


শাহ গ্রুপের সহযোগিতায় ফিল্ম ফেস্টিভ্যালটির আয়োজন করা হয়েছে নিউ ইয়র্কের জ্যাকশন হাইটসের নবান্ন হলে। সেটির উদ্বোধন করেন মৌসুমী। এরপর নায়িকা বলেন, ‘সুচিত্রা সেন কোন দেশে জন্ম নিয়েছেন আর কোন দেশে বেড়ে উঠেছেন, সেসবের উর্ধ্বে তিনি বাংলা ভাষাভাষী মানুষের প্রিয় নায়িকা। তাকে ছাড়া বাংলা চলচ্চিত্র অসম্পূর্ণ।’


ফেস্টিভালের উদ্বোধনকালে মৌসুমী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, অভিনেত্রী রেখা আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাপ্তাহিক আজকাল-এর প্রধান সম্পাদক মনজুর আহমদ, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান ও কমিউনিটি নেতা নাসির খান পল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us