আসন্ন পবিত্র রমজান মাসে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন শুরু হবে সকাল ১০টায়। বিরতিহীনভাবে এ লেনদেন হবে দুপুর ২টা পর্যন্ত।
বুধবার (৩০ মার্চ) বিএসইসি পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিএসইসির সহকারী পরিচালক রায়হান কবির স্বাক্ষরিত এ নির্দেশনা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়েছে। ফলে প্রথম রোজা থেকে পুঁজিবাজারের লেনদেন সাড়ে ৪ ঘণ্টার পরিবর্তে হবে ৪ ঘণ্টা।