আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি-বেসরকারি ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে একটানা বেলা আড়াইটা পর্যন্ত।
বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
এতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। দুপুরে জোহরের নামাজের বিরতি থাকবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। তবে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ সকাল নয়টা থেকে একটানা বেলা আড়াইটা পর্যন্ত অব্যাহত থাকবে।