তারকাদের প্রায়ই জনসম্মুখে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। ভক্তরা ঘিরে থাকেন। তাদের ভালোবাসা উপেক্ষা করা যায় না। বিরক্ত হলেও তা প্রকাশ করা যায় না। অনেক সময় স্বাভাবিক অবস্থা হয়ে পড়ে অস্বাভাবিক।
স্বভাবতই অনেকে ছদ্মবেশে বা মুখ ঢেকে প্রকাশ্যে আসেন। সাধারণ মানুষের ভিড়ে প্রয়োজনীয় কাজ মিটিয়ে চলে যান। কেউ টেরও পান না তারই প্রিয় তারকা তার পাশে ছিল কিংবা তারই সঙ্গে কথা বলে গেল।