হত্যার চেয়ে আত্মহত্যা তিনগুণ!

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ৩০ মার্চ ২০২২, ১১:৩২

‘যারা বলেন, বাবা-মার সাথে একটু ঝগড়া হইলেই মইরা যাওয়া লাগে?...তিন বছর ধরে সুইসাইডাল চিন্তায় ভুইগা আমার এতদিনে সাহস হইসে।...আপনার মনে হয় আমার খুব ইচ্ছা ছিল মরার? বাধ্য হইসি। আপনাদের তৈরি সমাজ আর পেরেন্টিংয়ের কারণে..।’


এটি ময়মনসিংহের সরকারি বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অর্ক প্রিয়া ধর শ্রীজার ফেসবুক আইডিতে দেওয়া ১৩ মার্চের স্ট্যাটাস। ওইদিন বেলা ২টার দিকে নগরীর স্বদেশী বাজারের ‌রাইট পয়েন্ট নামক বহুতল ভবন এলাকা থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শ্রীজা ধর ময়মনসিংহ কমার্স কলেজের বাংলা বিভাগের অধ্যাপক স্বপন ধর ও মুক্তাগাছা উপজেলার স্কুল শিক্ষিকা অর্পণা দের মেয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে সুইসাইড নোট লিখে বা লাইভে এসে আত্মহত্যা করার বাড়ন্ত প্রবণতা চিন্তায় ফেলে দিচ্ছে অনেককে।


শ্রীজার সুইসাইড নোটে বর্তমান সমাজ ব্যবস্থার সঙ্গে তার পরিবারের অমিলের কথা, প্যারেন্টিংয়ের ‘ত্রুটি’ এবং পরিবার তাকে বুঝতে না পারার কথা রয়েছে। দীর্ঘ তিন বছর ধরে সে আত্মহত্যার চেষ্টা করে আসছিল। যা তার পরিবার টের পায়নি।


দেশে বর্তমানে হত্যার চেয়ে আত্মহত্যার সংখ্যা তিনগুণ, কখনও চারগুণ বেশি। দুই দশক আগে দেশের বিভিন্ন অঞ্চলে যে অনুপাতে হত্যাকাণ্ড সংগঠিত হতো, তা এখন কমেছে। তবে বেড়েছে আত্মহত্যা। মানুষ এখন অন্যের ওপর যতটা না আক্রমণাত্মক হচ্ছে, তারচেয়ে বেশি নিজেই নিজেকে হত্যা করছে।


সোমবার (২৮ মার্চ) দুপুর সাড়ে বারোটায় একজন নারী কলার ঢাকার হাতিরঝিলের মধুবাগ থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ভাই আত্মহত্যা করার জন্য তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। অনেক ডাকাডাকির পরও দরজা খোলেনি। তারাও চেষ্টা করে দরজা খুলতে পারেননি। এরপর হাতিরঝিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ২৫ বছরের ওই তরুণকে উদ্ধার করে। সে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল।


বিশেষজ্ঞরা বলছেন, ‘বিশ্বব্যাপীই এমন ঘটনা বাড়ছে। এখন মানুষ অন্যের হাতে যতটা না খুন হচ্ছে, তারচেয়ে বেশি নিজেকে নিজে খুন করছে। এর প্রধান কারণ, মানুষ তার মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছে না। হত্যাকারী ও আত্মহত্যাকারী দুজনই অসুস্থতায় ভোগে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us