৯৪তম অস্কার প্রদান অনুষ্ঠানে সঞ্চালক ক্রিস রকের গালে চড় মারেন অভিনেতা উইল স্মিথ। স্ত্রীকে নিয়ে রসিকতা করায় ক্ষুব্ধ হয়ে এ কাজ করেছেন তিনি। অস্কারের থাপ্পড়কাণ্ড নিয়ে গোটা সিনে দুনিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রও উইল স্মিথের বিপক্ষেই কথা বলেছেন। তার মতে, অস্কারের মতো আয়োজনে সবার সামনে এভাবে থাপ্পড় মারা উচিত হয়নি।
গণমাধ্যমকে শ্রীলেখা বলেন, কোনোকিছুর বিরোধিতা করার জন্য কারও গায়ে হাত তোলাটা অনুচিত। হিংসাকে কখনো সমর্থন করব না। ক্রিস তো কেবল রসিকতা করছিলেন। ব্যক্তিগত আক্রমণ করতে চাননি তিনি। তার জন্য এভাবে প্রতিবাদ জানানোর কী দরকার ছিল স্মিথের?