লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
তিন ম্যাচের টেস্টে ১-০তে সিরিজ জয় করা অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে তাদের সেরা ক্রিকেটারদের পাচ্ছে না।
বিশ্রামে থাকায় পাকিস্তানে ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার ও তিন তারকা পেসার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্কের।
টেস্ট সিরিজ শেষে পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজে খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথের। কিন্তু কনুইয়ের চোটের কারণে সাদা বলের সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।