দেশের ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে বাজারে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে। কমপক্ষে চারটি কোম্পানির কাছে সরবরাহ কেন কমেছে তার ব্যাখ্যা জানতে চেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
কোম্পানিগুলোকে ৩০ মার্চ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। পাশাপাশি আমদানি শুল্ক কমানোর পর কি পরিমাণ ভোজ্যতেল আমদানি হয়েছে তার তথ্য জানতে চেয়েছে কোম্পানিগুলোর কাছে।