রোজায় ইফতার, তারাবিহর নামাজ ও সাহ্রির সময় লোডশেডিং না করার নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। আজ মঙ্গলবার বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক সভায় এমন নির্দেশনা দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিদ্যুৎ বিভাগ।
এতে বলা হয়, সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদার সময় উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়। কারিগরি কারণেও যেন লোডশেডিং না হয়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে সভায়।