প্রায় ১০ বছর পর ফেনী জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এ সম্মেলন সফল করতে শহরকে নতুন রূপে সাজানো হয়েছে। সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আহবায়ক কমিটি।
সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে শহরের হেলিপ্যাড ফেনী পাইলট হাইস্কুল মাঠ থেকে সম্মেলনের জন্য নির্ধারিত ভেন্যু কমিউনিটি সেন্টার পর্যন্ত নানা রংয়ের ব্যানার-ফেস্টুন এবং রং-বেরংয়ের পতাকায় সাজানো হচ্ছে সড়ক দ্বীপ। হেলিপ্যাড থেকে নেতাদের বিশাল মোটর শোভাযাত্রায় নিয়ে আসা হবে সম্মেলন স্থলে।
দীর্ঘদিন পর হচ্ছে ফেনী জেলা জাতীয় পার্টির সম্মেলন, সেই কারণে স্থানীয় নেতাদের মাঝে দেখা গেছে সাজসাজ উৎসব। পদ-পদবি পেতে চলছে গ্রুপিং-লবিংও।
প্রায় ১০ বছর পর অনুষ্ঠেয় ফেনী জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ মেরুকরণের দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও সাবেক সফল পররাষ্ট্র, বন ও পরিবেশ এবং পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি এবং পার্টির মহাসচিব ও শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু।