মিলিয়ন ডলার অনুদান পাচ্ছে আইসিডিডিআরবি হাসপাতাল

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ১৮:৪৪

অঙ্গীকার করেছে দেশের বৃহত্তম ব্যবসায়িক শিল্পগোষ্ঠী সামিট গ্রুপ। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় সাত কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকা।


সামিট গ্রুপের চেয়ারম্যান মুহম্মদ আজিজ খান, গ্রুপের পরিচালক তার স্ত্রী আঞ্জুমান আজিজ খান ও কন্যা আজিজা আজিজ খান হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ অনুদানের কথা জানান। এ সময় তারা হাসপাতালে বিপুল সংখ্যক ডায়রিয়া রোগীর জীবন রক্ষাকারী চিকিৎসা সম্পর্কে অবহিত হন।


আইসিডিডিআর,বি জানিয়েছে, কোনো স্থানীয় ব্যক্তির পক্ষ থেকে প্রতিষ্ঠানটিতে এটি এ পর্যন্ত সর্ববৃহৎ ব্যক্তিগত অনুদানের অঙ্গীকার। হাসপাতাল পরিদর্শনকালে আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ তাদের অবহিত করেন যে, হাসপাতালটি বর্তমানে রেকর্ড-সংখ্যক রোগীকে সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা দিচ্ছে।


তিনি আরও জানান, চলমান বৈশ্বিক আর্থিক অস্থিরতা আইসিডিডিআর,বির দুটি হাসপাতাল পরিচালনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে, আর সেকারণে একটি টেকসই ব্যবস্থা অপরিহার্য। 


এর পরিপ্রেক্ষিতে মুহাম্মদ আজিজ খান সামিট করপোরেশন থেকে পাঁচ লাখ মার্কিন ডলার এবং আরো পাঁচ লাখ মার্কিন ডলার সমপরিমাণ তহবিল তার স্ত্রীর সঙ্গে যৌথভাবে ‘আঞ্জুমান এবং আজিজ চ্যারিটেবল ট্রাস্ট’ থেকে মোট এক মিলিয়ন মার্কিন ডলার আইসিডিডিআর,বি হাসপাতালের এনডাউমেন্ট ফান্ডে অনুদানের প্রতিশ্রুতি দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us