নাইকোর দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট কাশেমের কারাদণ্ড

এনটিভি প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ১৮:২০

নাইকোর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 


আজ সোমবার ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এএসএম রুহুল ইমরান এই রায় ঘোষণা দেন। রায়ে বিচারক আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।


রায়ের সময় আসামি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছেন আদালত।


নথি থেকে জানা গেছে, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি  বিএনপি-জামায়াত জোট সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে শাহবাগ থানায় এই মামলা করেন দুদকের তৎকালীন পরিচালক সাহিদুর রহমান। মামলায় কানাডার নাইকো রিসোর্সেস লিমিটেডের কাছ থেকে কোটি টাকা মূল্যের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি, রেজিস্ট্রেশন বাবদ ২৩ হাজার ৮০৫ টাকা ও কানাডা-আমেরিকা ভ্রমণ বাবদ ৫ লাখ কানাডিয়ান ডলার ঘুষ নেওয়ার অভিযোগ করা হয়

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us