ইসরায়েলে শীর্ষ আরব, ইসরায়েলি ও মার্কিন কূটনীতিকদের বৈঠকের আগে আরব বন্দুকধারীদের বিরল এক হামলায় দুই ইসরায়েলি পুলিশ নিহত হয়েছে।
রোববার রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে হওয়া এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে এবং পুলিশের পাল্টা গুলিতে ওই দুই আরব হামলাকারীও নিহত হয়েছে, জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ নিয়ে ইসরায়েল চতুর্থ হামলার ঘটনা ঘটল। আগামী মাসে ইহুদিদের পাসওভার, খ্রিস্টানদের ইস্টার ও মুসলিমদের রোজার আগে ইসরায়েলজুড়ে এ ধরনের হামলার ঘটনা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সাধারণত এই সময়টিতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। গত রমজানে ইসরায়েল ও ফিলিস্তিনের গাজার মধ্যে ১১ দিনব্যাপী ভয়াবহ যুদ্ধ হয়।
ভূমধ্যসাগরের উপকূলীয় হাদেরা শহরে হওয়া হামলাটিতে দুই জন জড়িত ছিল বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। দুই হামলাকারীর কাছেই স্বয়ংক্রিয় ভারী আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি তাদের। হামলাটি পরিকল্পিত ও সমন্বিত ছিল বলেও জানিয়েছেন তারা।