চীনের বৃহত্তম শহর, গুরুত্বপূণ আর্থিক ও উৎপাদন কেন্দ্র সাংহাইয়ে লকডাউন শুরু হওয়ার পর বিশ্বব্যাপী তেলের মূল কমেছে।
সোমবার থেকে শুরু হওয়া এ লকডাউনের কারণে চাহিদা পড়ে যাবে, এই উদ্বেগে ব্রেন্ট অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৪ দশমিক ৫০ ডলারেরও বেশি মূল্য হারিয়েছে।
দুই বছর আগে করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এটিই চীনের বৃহত্তম লকডাউন বলে জানিয়েছে বিবিসি।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির অস্থিরতার কবলে পড়া এড়াতে চীনের কর্তৃপক্ষ প্রায় আড়াই কোটি জনসংখ্যার এ শহরটিতে লকডাউন না দিতে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গিয়েছিল।
কিন্তু গত শনিবার সাংহাইয়ে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা সর্বোচ্চে পৌঁছালে কর্তৃপক্ষ মত বদলায় বলে মনে করা হচ্ছে।