বোনাপোল বন্দরে শতাধিক ককটেল বিস্ফোরণ

কালের কণ্ঠ প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ১৫:১৪

বেনাপোল বন্দরে হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়ন দখল করতে এসে শতাধিক বোমা বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে বন্দরে এই ঘটনার ফলে মাল লোড-আনলোড করা বন্ধ রয়েছে। বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নিয়ন্ত্রণ নিতে বেনাপোল পৌর কাউন্সিলর রাশেদ আলীর নেতৃত্বে বহিরাগতরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ বন্দর শ্রমিকদের।


এদিকে, বোমার শব্দ পেয়ে বন্দর শ্রমিকরা কাজ বন্ধ করে লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আসে। এ সময় ৩ ঘণ্টা বেনাপোল-কলকাতা সড়ক বন্ধ করে রাখে তারা। বন্ধ হয়ে যায় আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান।


এ ঘটনায় আজিজুর রহমান ও আলী হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়। আহতরা মেয়রের সমর্থক বলে দাবি করে তাদের মারধর করে শ্রমিকরা। আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


সকাল ১১টা থেকে বন্দরে আমদানিকৃত পণ্যচালান লোড-আনলোড বন্ধ রয়েছে। বেনাপোল বন্দরসহ বাজারে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে এ ঘটনার বিচার দাবি করেছে। বিক্ষুদ্ধ শ্রমিকরা মেয়রের অফিস, মার্কেটে হামলা চালিয়ে ভাঙচুর চালায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us