নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি সব সময় জনগণের রাজনীতি করে। তাই জনকল্যাণে যেকোনো দাবির প্রতি সমর্থন জানায় দলটি। এ কারণে বাম জোটের ডাকা হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি।