একসময় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এয়ারকন্ডিশনার (এসি) ছিল শহুরে বিলাসী জীবনের অনুষঙ্গ। এরপর ধীরে ধীরে বিভাগীয় ও জেলাপর্যায়ে উচ্চবিত্তরাও এসি ব্যবহার শুরু করেন। আর সময়ের ব্যবধানে এখন মধ্যবিত্তের ঘরেও বৈদ্যুতিক পাখার পরিবর্তে যুক্ত হচ্ছে এসি। সময়ের ব্যবধানে বিলাসিতার বদলে যাপিত জীবনের প্রয়োজনীয় অনুষঙ্গ হয়ে উঠেছে এসি।
এ কারণে এসির বাজার যেমন দ্রুত বাড়ছে, তেমনি তা ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। জেলা শহরের পাশাপাশি এখন অনেক উপজেলাতেও এসির বিকিকিনি জমজমাট, যা এ যন্ত্রের বাজার বড় করতে বড় ভূমিকা রাখছে। আর বাজার বাড়তে থাকায় এখন এসি দেশে উৎপাদন ও সংযোজন হচ্ছে। দেশে উৎপাদিত এসি বিক্রি দিন দিন বাড়লেও এখনো এ যন্ত্রের চাহিদার বড় অংশই আমদানিনির্ভর।