গরম বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এতে শিশুদের পাশাপাশি
বয়স্কদেরও নাজেহাল অবস্থা তৈরি হয়েছে। এটা দিনদিন রীতিমতো মহামারিতে রূপ নিচ্ছে। গণমাধ্যমে খবর এসেছে, এই মহামারি ক্রমেই তীব্র হচ্ছে এবং আক্রান্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রাজধানীর হাসপাতালগুলো; বিশেষ করে ডায়রিয়ার চিকিৎসায় দেশের বিশেষায়িত হাসপাতাল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশে (আইসিডিডিআরবি) সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি।