গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে হিকভিশনের নিরাপত্তা নজরদারি যন্ত্র তৈরির কারখানা চালু করেছে এক্সেল ইন্টেলিজেন্ট সলিউশনস। হিকভিশন ডিজিটাল টেকনোলজির কারিগরি সহায়তায় দেশে হিকভিশনের হালনাগাদ প্রযুক্তির নিরাপত্তা নজরদারি যন্ত্র তৈরি করবে দেশি প্রযুক্তি প্রতিষ্ঠানটি। গত শুক্রবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম কারখানার উদ্বোধন করেন।
এন এম জিয়াউল আলম বলেন, ‘দেশে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ছে। হিকভিশনের মতো বিশ্বখ্যাত নিরাপত্তা নজরদারি পণ্য বাংলাদেশে তৈরি হচ্ছে, এটি আমাদের জন্য বড় অর্জন। এভাবেই “মেইড ইন বাংলাদেশ” কর্মসূচি গতি পাচ্ছে। শিগগিরই সরকার “মেইড ইন বাংলাদেশ নীতিমালা” ঘোষণা করতে যাচ্ছে।’