টেসলার প্রধান কার্যনির্বাহী ইলন মাস্ক জানিয়েছেন, নতুন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম তৈরি করার জন্য 'গুরুত্ব সহকারে চিন্তাভাবনা' করছেন তিনি। শনিবার (২৬ মার্চ) টুইটারে এ খবর জানান বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি।
টুইটারে মাস্কের অনুসারীরা তাকে প্রশ্ন করেছিলেন, ওপেন-সোর্স অ্যালগরিদম দিয়ে গঠিত এমন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানানোর কথা ভাবছেন কিনা এই বিলিয়নেয়ার, যেখানে মানুষের বাকস্বাধীনতাকে প্রাধান্য দেওয়া হবে এবং খুবই সীমিত প্রোপাগান্ডা থাকবে। অনুসারীদের এই প্রশ্নের জবাবই দিয়েছেন মাস্ক।
টুইটারের একজন একনিষ্ঠ ব্যবহারকারী মাস্ক বরাবরই বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তাদের নীতির সমালোচনা করে এসেছেন। তিনি বলেন, ব্যবহারকারীদের বাকস্বাধীনতা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটি গণতন্ত্রের অবমূল্যায়ন করছে।