বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধ করার কোনো পরিকল্পনা’ বেলারুশ কর্তৃপক্ষের নেই। কিন্তু দেশ আক্রান্ত হলে আমরা বসে থাকব না।
শুক্রবার সংবাদিকদের এ কথা বলেন তিনি। খবর তাসের।
ইউক্রেন যুদ্ধে জড়ানো নিয়ে ভুয়া খবরের বিষয়ে শান্তভাবে প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানিয়েছেন লুকাশেঙ্কো।
লুকাশেঙ্কো বলেন, আমি বহুবার বলেছি, ইউক্রেনে লড়াই করার কোনো পরিকল্পনা আমাদের নেই। কিন্তু এ বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। জিনগতভাবে বেলারুশের জনগণ যুদ্ধ সহ্য করে না। তাই আমাদের শান্তভাবে প্রতিক্রিয়া জানাতে হবে।
লুকাশেঙ্কো বলেন, আমাদের যুদ্ধে টেনে নেওয়া যেতে পারে একভাবে, সেটি হলো—যদি তারা আমাদের বিরুদ্ধে আগ্রাসন বা যুদ্ধ শুরু করে। তাই আমি আমার চোখ কান খোলা রাখছি।