ধর্মীয় বিশ্বাস নিয়ে জিজ্ঞাসাবাদ, প্রতিবাদে তিন মার্কিন মুসলিমের মামলা

এনটিভি প্রকাশিত: ২৬ মার্চ ২০২২, ১০:৩০

ধর্মীয় বিশ্বাস নিয়ে জিজ্ঞাসাবাদের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছেন তিন জন মার্কিন মুসলিম। তাঁদের অভিযোগ—আন্তর্জাতিক ভ্রমণ থেকে ফিরে আসার পর যুক্তরাষ্ট্রে সীমান্ত কর্মকর্তারা তাঁদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে তাঁদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে প্রশ্ন করেছেন। 


বার্তা সংস্থা এপি’র বরাতে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।


খবর বলা হয়েছে, মিনেসোটা, টেক্সাস ও অ্যারিজোনার তিন ব্যক্তি লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রীয় আদালতে হোমল্যান্ড দপ্তরের নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করায় ক্যালিফোর্নিয়ায় এ মামলা করা হয়।


মামলায় তিন ব্যক্তি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্মকর্তারা স্থলপথ দিয়ে সীমান্ত পারাপারে ও আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁরা মুসলমান কি না, মসজিদে যান কি না এবং কত বার নামাজ পড়েন, ইত্যাদি জিজ্ঞাসা করে তাঁদের বিব্রত করেন। দ্য আমেরিকান লিবিল লিবার্টিজ ইউনিয়ন ওই তিন ব্যক্তির প্রতিনিধিত্ব করছে। ইউনিয়ন জানায়, ওই মার্কিন নাগরিকদের এসব প্রশ্ন জিজ্ঞাসা করে তাঁরা ওই ব্যক্তিদের ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং অসম আচরণের বিরুদ্ধে সুরক্ষার অধিকার লঙ্ঘন করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us