সপরিবারে ২২ দিনের সফরে লন্ডনে গেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার সঙ্গে রয়েছেন স্ত্রী শিরিন হক, ছেলে বারিশ হাসান চৌধুরী। শুক্রবার (২৫ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান।
জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘যুক্তরাজ্যে হাউস অব কমন্সে একটি পুরস্কার গ্রহণের জন্য লন্ডনে গেছেন জাফরুল্লাহ চৌধুরী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ২৯ মার্চ দুপুরে হাউস অব কমন্সে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ (লন্ডনভিত্তিক প্রবাসী পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন)-এর উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হবে।’