আলিয়া ভাটের বহুল আলোচিত সিনেমা গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। করোনার সময়েও বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছে এই বলিউড সিনেমা। আলিয়াকে অভিনয়গুণে মুগ্ধ ভারতীয় ভক্তরা। তবে তাদের ছাপিয়ে গেলেন আলিয়া ভাটের এক পাকিস্তানি ভক্ত। তিনি নিজেও একজন অভিনেতা। নাম তার মুনিব বাট।
আলিয়ার গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি দেখার জন্য দুবাইয়ের এক সিনেমা হলের গোটা শোর টিকিট বুক করে নিয়েছেন তিনি। তবে মুনিব একা নন, তার সঙ্গে আলিয়ার এ ছবি দেখতে ছিলেন তার স্ত্রী। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। খবর জিনিউজের।