নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে অনবদ্য কীর্তি গড়েন বাংলাদেশের ফরজানা হক। ২২ বলে ৮ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেন, তাতেই রেকর্ড গড়েন। বাংলাদেশের প্রথম নারী ব্যাটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রানের মাইলস্টোন টপকে যান।
ফরজানা হক এখন বাংলাদেশের সবচেয়ে বেশি ওয়ানডে রান করা নারী ক্রিকেটার। এই কীর্তি গড়তে তাঁর দরকার ছিল মাত্র ৫ রান। ৪৭ ম্যাচে ৪৬ ইনিংস ব্যাট করে ফরজানা সংগ্রহ করেছেন ১০০৩ রান। যাতে নয়টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৭১ রানের।