স্বাধীনতার ৫০ বছরেও মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার, আলবদর এবং আল শামসের তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। মূলত আইনি বাধার কারণেই আটকে আছে এ তালিকা প্রকাশ।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৯ সালের ১৫ ডিসেম্বর বেশ ঢাকঢোল পিটিয়ে প্রাথমিকভাবে ১০ হাজার ৭৮৯ জনের একটি তালিকা প্রকাশ করা হয়, যা ছিল বিতর্কিত এবং ত্রুটিপূর্ণ।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশিত এই তালিকা নিয়ে জনমনে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে একপর্যায়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে তা প্রত্যাহার করে নেওয়া হয়।