দেশে নিত্যপণ্য-গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির চেষ্টার প্রতিবাদে গণমিছিল করেছে ভাসানী অনুসারী পরিষদ। বৃহস্পতিবার (২৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ গণজমায়েত ও গণমিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। গণমিছিলের আগে এক সমাবেশে বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। পরে তিনি হুইলচেয়ারে করে মিছিলে অংশ নেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বর্তমান সরকারের সব কাজই দরিদ্র মানুষের বিরুদ্ধে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সার্বিক কী অবস্থা বিরাজ করছে তা জনগণ দেখছে। একটি সুষ্ঠু নির্বাচন হলে বর্তমান সরকারের কী অবস্থা হবে তা আপনাদের জানা আছে।’