You have reached your daily news limit

Please log in to continue


শেষদিনের রোমাঞ্চের অপেক্ষায় লাহোর

সিরিজ নির্ধারণী শেষ টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে তিন উইকেট খরচায় ২২৭ রান তুলে ৩৫১ রানের লক্ষ্য দিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। জবাবে শেষবেলায় কোনো উইকেট না হারিয়ে ৭৩ রান তুলে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। পঞ্চম দিনে জিততে পাকিস্তানের চাই আরও ২৭৮ রান, অস্ট্রেলিয়ার চাই ১০ উইকেট। প্রথম দুই টেস্ট ড্র হওয়ায় সিরিজে এখন সমতা।

শেষদিনের রোমাঞ্চ অপেক্ষায় এখন লাহোর। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া- ৩৯১ ও ২২৭/৩ (ইনিংস ঘোষণা); পাকিস্তান-২৬৮ ও ৭৩/০ (চতুর্থ দিন শেষে) তৃতীয় দিনে পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৬৮ রানে থামিয়ে ১৬৪ রানে এগিয়ে থেকে শেষবেলায় ১১ রান তুলে খেলা শেষ করেছিল অজিরা। বিজ্ঞাপন চতুর্থ দিনে ডেভিড ওয়ার্নার অর্ধশতক তুলে ফেরেন। সঙ্গী উসমান খাজা ছিলেন অবিচল। ক্যারিয়ারের ১১তম শতক তুলে খাজা অপরাজিত থাকেন ১০৪ রানে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন