রাজশাহীতে কনস্টেবল পদে নিয়োগ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মো. আফজাল হোসেন (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
বুধবার (২৪ মার্চ) দিনগত রাত ১টায় দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি চারঘাট থানার মেরামতপুর এলাকার মো. আলতাফ হোসেনের ছেলে।