চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে গুয়াংশির পার্বত্য এলাকায় বিধ্বস্ত চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের উড়োজাহাজের আরোহীদের দেহাবশেষ পাওয়া গেছে।
উদ্ধারকারী দলগুলো দুর্ঘটনাস্থল থেকে এসব দেহাবশেষ খুঁজে পেয়েছে বলে জানিয়েছে তারা, খবর বিবিসির।
এ দুর্ঘটনায় কতোজন নিহত হয়েছে, কর্তৃপক্ষ সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি; কিন্তু এ পর্যন্ত উড়োজাহাজটির ১৩২ আরোহীর কেউ বেঁচে আছেন বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
সোমবার উড়োজাহজটি ইউনান প্রদেশের রাজধানী শহর কুনমিং থেকে গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজোতে যাওয়ার পথে মাঝ আকাশ থেকে খাড়া পার্বত্য বন এলাকায় পড়ে বিধ্বস্ত হয়। তদন্তকারীদের এখনও জানেননা কেন এমনটি হল।