Viral Video কাঠের ট্রেডমিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) Viral হওয়া এক ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি কাঠের ট্রেডমিল (Wooden Treadmill) । শুনতে অবাক লাগলেও সেই ট্রেডমিল সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি। আরও চমকে দেওয়ার মত একটি ঘটনা হল, সেই কাঠের ট্রেডমিল চলবে বিদ্যুৎ ছাড়াই। এমন এক কাঠের ট্রেডমিল সকলকে বেশ চমকে দিয়েছে। সকলেই বেশ অবাক এমন ধরনের কাঠের ট্রেডমিলের একটি ভিডিয়ো দেখে। নেটিজেনদের বেশ অবাক করেছে সেই কাঠের ট্রেডমিলের ভিডিয়ো। এক নজরে দেখে নিন সোশ্যাল মিডিয়ায় Viral হওয়া সেই কাঠের ট্রেডমিলের ভিডিয়ো।
সোশ্যাল মিডিয়ায় Viral হওয়া সেই কাঠের ট্রেডমিলের ভিডিয়ো শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটারে (Twitter)। Arunn Bhagavathula নামের একজন ট্যুইটারে শেয়ার করেছে সেই কাঠের ট্রেডমিলের ভিডিয়ো। এরপর সেই ভিডিয়ো শেয়ার করেণ তেলেঙ্গানার মন্ত্রী (Telangana Minister) KT Rama Rao। তিনি সেই ভিডিয়ো শেয়ার করে @TWorksHyd কে ট্যাগ করে বলেন, এর সাহায্য করতে এবং বেশি করে ছড়িয়ে দিতে। তাঁর উদ্দেশ্য হল এমন একটি অসাধারন জিনিসকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে। কারণ দেশীয় পদ্ধতিতে তৈরি সেই কাঠের ট্রেডমিল চালাতে কোনও বিদ্যুতের প্রয়োজন হবে না। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে Viral হয়েছে কাঠের ট্রেডমিলের সেই ভিডিয়ো।