বড় সাদা ফ্রেমের মধ্যে কালো রঙের প্রতিকৃতি বানানো হয়েছে। কোনোটি জনপ্রিয় সংগীতশিল্পীর। কোনোটি আবার দর্শকপ্রিয় অভিনেতার। একটু ভালোভাবে খেয়াল করলে বোঝা যাবে, প্রতিকৃতি বানাতে কোনো রং ব্যবহার করা হয়নি। নিজের মাথার চুল ব্যবহার করে এসব প্রতিকৃতি বানিয়েছেন এক ব্যক্তি।
ফিলিপাইনের ওই ব্যক্তির নাম জেসতোনি গার্সিয়া। দেশটির রাজধানী ম্যানিলায় তাঁর একটি চুল কাটার দোকান আছে। তবে সেটাই তাঁর মূল পেশা নয়। গার্সিয়া একটি অভিজাত প্রমোদতরিতে চাকরি করেন। এ জন্য বছরের আট মাস তাঁকে সাগরে ভেসে বেড়াতে হয়। বাকি চার মাস থাকেন ম্যানিলায়। সেই সময় নিজের সেলুনে সময় দেন তিনি।