বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ৩১ মার্চ তরঙ্গ নিলাম আয়োজন করেছে। এই নিলামে অংশ নিতে অপারেটরগুলো ইতিমধ্যে টাকা জমা দিয়েছে।
বিটিআরসি অতি উচ্চগতির ইন্টারনেট সেবা বা ফাইভ-জি চালুর লক্ষ্য নিয়ে এই তরঙ্গ নিলাম আয়োজন করেছে। সংস্থাটির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র গতকাল বুধবার রাতে প্রথম আলোকে বলেন, নিলামে চারটি অপারেটরই অংশ নেবে। তরঙ্গ কেনার পর ফাইভ-জি চালু করতে তাদের ছয় মাসের মতো সময় লাগতে পারে প্রস্তুতির জন্য।
শুধু ফাইভ-জি নয়, ফোর-জি সেবার মান বাড়াতেও কোনো কোনো অপারেটর বাড়তি তরঙ্গ কেনার চিন্তা করছে।