হরতালের সমর্থনে উচ্চ আদালত চত্বরে বামজোটের প্রচারণা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ১৮:৫১

২৮ মার্চ ডাকা হরতালের সমর্থনে সুপ্রিম কোর্ট  চত্বরে আইনজীবীদের মাঝে প্রচারণা চালিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। বুধবার (২৩ মার্চ) জোটের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা সুপ্রিম কোর্ট চত্বরে  আইনজীবী ও তাদের সহকারীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তাদেরকে গণদাবির এই হরতালের প্রতি সক্রিয় সমর্থন দানের আহ্বান জানান।


গণসংযোগে অংশগ্রহণ করেন— বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম, বাসদের কেন্দ্রীয় নেতা জুলফিকার আলী, বাসদ-মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা মানস নন্দি, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, বাম জোট নেতা মিহির ঘোষ, আব্দুল্লাহ কাফি রতন, বহ্নিশিখা জামালী, আকবর খান, খালেকুজ্জামান লিপন, হাসান তারেক চৌধুরী, শামসুজ্জামান হীরা, রাগিব আহসান মুন্না, মোফাজ্জল হোসেন মোশতাক, কামরুজ্জামান ফিরোজ, বিধান  দাস প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us