ত্বক, চুল ও নখের যত্নে অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এটি যেমন ত্বক কোমল ও স্বাস্থ্যোজ্জ্বল রাখে, তেমনি চুল করে মজবুত। জেনে নিন রূপচর্চায় অলিভ অয়েলের ৬ ব্যবহার।
ত্বকের রুক্ষতা দূর করতে
ত্বক পরিষ্কার করার পর মুছে হালকা করে অলিভ অয়েল ম্যাসাজ করুন। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ত্বক রাখবে নরম ও কোমল। এছাড়া মেকআপ ব্যবহারের আগে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। ত্বক প্রাণবন্ত থাকবে।
নাইট ক্রিম হিসেবে
রাতে ঘুমানোর আগে অল্প অলিভ অয়েলে তুলা ভিজিয়ে আলতো করে ম্যাসাজ করুন ত্বকে। খুব সামান্য লাগাবেন। ত্বক নরম থাকবে।
ত্বক উজ্জ্বল করতে
কালচে দাগ দূর করে ত্বক উজ্জ্বল করতে অলিভ অয়েলের সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।