উড়ন্ত ই-কার আনবে সুজুকি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ১৩:১৭

বিশ্ববিখ্যাত টু-হুইলার ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুজুকির ই-স্কুটি ও গাড়ি এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। টু-হুইলার প্রেমীদের কাছে সুজুকি এক বিশ্বস্ততার নাম। তবে এবার শুধু রাস্তায় চলা নয় আনতে চলেছে উড়ন্ত ই-কার।


সম্প্রতি জাপানি বহুজাতিক টু-হুইলার ও গাড়ি প্রস্তুতকারী সুজুকি মোটর ফ্লাইং কার তৈরির সংস্থা স্কাইড্রাইভ ইনকর্পোরেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কথা ঘোষণা করলো।


যৌথভাবে তারা সোজা হয়ে নামতে ও উড়তে পারে এমন উডুক্কু গাড়ির উন্নয়নকল্পে কাজ করবে। দুটি সংস্থার পক্ষ থেকেই জানানো হয়েছে, তাদের এই গবেষণা ভারতের বাজারকে কেন্দ্র করেই চলবে।


বর্তমানে স্কাইড্রাইভ ইনকর্পোরেশন দুই আসন বিশিষ্ট বিদ্যুৎ চালিত উড়ন্ত যানের উপর কাজ করছে। এটি সাধারণ ক্রেতাদের জন্য গণৎপাদনেরও পরিকল্পনা করছে সংস্থাটি। তবে এই প্রকল্পে সুজুকি অংশগ্রহণ করবে কি না, তা এখনো জানায়নি কেউই।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us