পানির সংকটরোধে ইসলাম যেসব নির্দেশনা দেয়

কালের কণ্ঠ প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ০৯:২০

পানি আল্লাহর নিয়ামত : পানি মহান আল্লাহর অমূল্য নিয়ামত। পানির গুরুত্ব বোঝাতে গিয়ে বলা হয় পানির অপর নাম জীবন। পবিত্র কোরআনে এ উক্তিটির সপক্ষে প্রমাণ রয়েছে। ইরশাদ হয়েছে, ‘অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশ আর জমিন একসঙ্গে সংযুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম, আর প্রাণসম্পন্ন সব কিছু পানি থেকে সৃষ্টি করলাম। তবু কি তারা ঈমান আনবে না?’ (সুরা : আম্বিয়া, আয়াত : ৩০)


অর্থাৎ প্রত্যেক প্রাণী সৃজনে পানির অবশ্যই প্রভাব আছে। এসব বস্তু সৃজন, আবিষ্কার ও ক্রমবিকাশে পানির প্রভাব অপরিসীম। আবু হুরায়রা (রা.) বলেন, আমি রাসুল (সা.)-এর কাছে আরজ করলাম, ইয়া রাসুলাল্লাহ, আমি যখন আপনার সঙ্গে সাক্ষাৎ করি, তখন আমার অন্তর প্রফুল্ল এবং চক্ষু শীতল হয়। আপনি আমাকে প্রত্যেক বস্তু সৃজন সম্পর্কে তথ্য বলে দিন। জওয়াবে তিনি বলেন, ‘প্রত্যেক বস্তু পানি থেকে সৃজিত হয়েছে। ’ (মুসনাদে আহমাদ : ২/২৯৫)


অন্য আয়াতে মহান আল্লাহ বলেন, ‘আর যিনি আসমান থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেন। অতঃপর আমি তা দ্বারা মৃত জনপদকে সঞ্জীবিত করি। এভাবেই তোমাদের বের করা হবে। ’ (সুরা : যুখরুফ, আয়াত : ১১)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us