বিএনপির কেন্দ্রীয় দপ্তরের এক নেতাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বেলাল আহমেদকে। তাকে পদাবনতি দিয়ে জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, বেলাল আহমেদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড। এজন্য তাকে সহ-দপ্তর সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।