লাহোরে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলায় সবকটি উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করেছে সফররত অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে শুভ সূচনা পেয়েছে পাকিস্তান।
দিনশেষে স্বগতিকদের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ৯০ রান। ৫ উইকেটে প্রথমদিন দিনশেষ করা অস্ট্রেলিয়া দলের দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্ত ছিল। ষষ্ঠ উইকেট জুটিতে ১৩৫ রানের জুটি গড়েন ক্যামেরন গ্রিন এবং অ্যালেক্স ক্যারি। দুজনই অর্ধশতকের দেখা পেয়েছেন। সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন গ্রিন।
কিন্তু নাসিম শাহের বলে বোল্ড হওয়ার আগে ৭৯ রান করতে পেরেছেন তিনি। ১৬৩ বলে খেলা এই ইনিংসটি নয়টি চারে সাজানো। অন্যদিকে ফিফটির পর বেশিক্ষণ ক্রিজে থাকা হয়নি ক্যারির। ১০৫ বলে সাতটি চারের মারে আউট হওয়ার আগে করেছেন ৬৭ রান। এরপর অস্ট্রেলিয়ান ব্যাটাররা বেশিক্ষণ খেলতে পারেননি। ১৩ রানে মিচেল স্টার্ক, ৪ রানে নাথান লায়ন এবং ৯ রানে আউট হন মিচেল সোয়েপসন। আর ১১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক প্যাট কামিন্স। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন পাকিস্তানি ওপেনার ইমাম উল হক।