সময়টাই অস্থির। আর দম্পতি বা যুগলরা আরও অস্থির হচ্ছেন যোগাযোগ কম হওয়ার কারণে।
অথচ ইন্টারনেট আর মোবাইল ফোনের যুগে যোগাযোগটাই বেশি হওয়ার কথা ছিল।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সম্পর্ক গড়ায় সহায়ক অ্যাপ ‘কাপলি’ মোট এক হাজার যুগলকে নিয়ে সম্প্রতি একটি গবেষণা চালায়।
যুগল-সম্পর্কের মধ্যে তারা সবচাইতে বড় কোন ধরনের বাধার মুখোমুখি হয়েছেন সেটাই এই দম্পতিদের প্রশ্ন করা হয়। আর দেওয়া হয় অনেকগুলো সমাধানের উপায়ও।
এই জরিপে উঠে আসা ফলাফল থেকে ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দাম্পত্য জীবনের সমস্যাগুলোর শীর্ষ ১০ সমস্যাই পারস্পারিক যোগাযোগ, একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সময়ের অভাব আর মানসিক স্বাস্থ্যগত সমস্যার সঙ্গে জড়িত।