বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ফেরদৌস আহমেদ ও পূর্ণিমা। জুটি বেঁধে তারা বেশি কয়েকটি সিনেমা করেছেন। সেখানে যতটা না জনপ্রিয়তা পেয়েছেন, তার চেয়ে বেশি পেয়েছেন দুজন একসঙ্গে উপস্থাপনা করে। ২০১৬ সালে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’-এর অনুষ্ঠান উপস্থাপনা করে ব্যাপক সাড়া ফেলেন তারা। এরপর থেকে এ কাজে তাদের চাহিদা একেবারে তুঙ্গে।
গত কয়েক বছরে একাধিক অনুষ্ঠান উপস্থাপনায় দেখা গেছে ফেরদৌস ও পূর্ণিমাকে। সেই ধারাবাহিকতায় আবারও চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় এই জুটি। তাদের এবারের চমকের নাম ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০’। বুধবার (২৩ মার্চ) আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে এই পুরস্কারের আসর। সেটি উপস্থাপনার দায়িত্বে আছেন ফেরদৌস এবং পূর্ণিমা।